বাংলাদেশে একজন গ্রাহক কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করতে পারবেন?
একটি এনআইডি দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা যাবে?
বিটিআরসি নতুন নির্দেশনা অনুযায়ী, ১০ সংখ্যার SNID (স্মার্ট জাতীয় পরিচয়পত্র) এবং ১৭ সংখ্যার NID (জাতীয় পরিচয়পত্র) সহ একজন ব্যবহারকারী সর্বোচ্চ ১৫টি সিম কার্ড রাখতে পারবেন। ১৫টিরও বেশি নিবন্ধিত সিমের গ্রাহকদের ১৫ অক্টোবর ২০২২ এর আগে অতিরিক্ত সিমের মালিকানা হস্তান্তর করতে হবে যাতে ব্যবহার করা সিমের অযাচিত বাধা এড়াতে হয়।
আমরা আমাদের নিজেদের মনের অজান্তেই কখন যে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করে ফেলেছি তা আমরা নিজেরাও জানি না। যার ফলে আমাদের বন্ধ সিম কার্ডগুলো বন্ধ হয়ে যায়। আপনি যে অপারেটরের সিম কার্ড-ই ব্যবহার করেন না কেন, সকল অপারেটর মিলেই আপনি বাংলাদেশের একজন নাগরিক হয়ে একটি জাতীয় পরিচয়পত্রের অধিনে সর্বোচ্চ ১৫টি সিম কার্ড রেজিস্ট্রেশন করতে পারবেন।
অনেক সময় দেখা যায় যারা নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বা আগামি বছর আবেদন করতে পারবেন বা তারা বয়সে ছোট থাকায় জাতীয় পরিচয়পত্র না থাকায় বাবা/মায়ের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেও সিম কার্ড রেজিস্ট্রেশন করে থাকেন। কিন্তু সেটা তার বাবা-মা জানেন না। কিন্তু যখন তার বাবা-মা নিজের জাতীয় পরিচয়পত্র সাবমিট করে সিম কার্ড ক্রয় করতে যান তখনই হয়তো রেজিস্ট্রেশন লিমিট ফিলাপ দেখায়। আর এজন্য আমরা অনেক সময় দু:শ্চিন্তায় পরে যাই। কিভাবে জানতে পারবো আমার জাতীয় পরিচয়পত্রের অধিনে কোন কোন সিম কার্ডগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে। চিন্তার কিছু নেই, আপনার এই সমস্যারও সমাধান রয়েছে আপনি শুধু নিচের লেখাটি অনুসরণ করে আপনার যে কোন অপারেটরের যে কোন সিম কার্ড থেকে নিচের কোডটি টাইপ করে ডায়াল করুন। তাহলেই আপনার মোবাইল ফোনে ফিরতি একটি এসএমএস আসবে আর তাতে আপনার জাতীয় পরিচয়পত্রের অধিনে যে সিম কার্ডগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সিম কার্ডগুলোর একটি লিস্ট আপনার ফোনে মেসেজের মাধ্যমে চলে আসবে। তবে প্রতিটি নাম্বার সম্পূর্ণ দেখাবে না। কারণ এতে গোপনীয়তা রক্ষা করার জন্য সিম কার্ড নম্বরগুলো * (স্টার) চিহ্ন ব্যবহৃত থাকবে। তবে শেষের তিনটি সংখ্যা আর নম্বরের প্রথম তিনটি সংখ্যা দেখা যাবে। এবং প্রতিটি নম্বরের অপারেটরের নাম হিসেবে লিস্ট আকারে থাকবে।
আপনার NID দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে?
আপনার NID/SNID এর অধীনে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে তা জানতে নিচের মেসেজটি ফলো করুন।
প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডটি চালু করুন (যেখানে নম্বর লিখেন)।
এরপর এই কোডটি লিখুন: *1600#
এবার আপনার ফোনের যেকোন একটি সিম কার্ড থেকে ডায়াল করুন তাহলে আপনার জাতীয় পরিচয়পত্রের শেষের ০৪ (চার) টি সংখ্যা চাইবে।
খালি ঘরটিতে আপনার জাতীয় পরিচয়পত্রের শেষের ০৪ (চার) টি নম্বর টাইপ করুন। এরপর পাশের Send বাটনটিতে ট্যাপ করুন।
কিছু সময় প্রসেসিং হওয়ার পর আপনার ফোনে একটি রিপ্লাই মেসেজ আসবে +16001 এই নম্বর থেকে।
এবার মেসেজটি চেক করুন।
মেসেজটি এরকম দেখবেন:
Total: 10, (আপনার সিম কার্ডের পরিমাণ) NID (10):
GP (pre-3)
88013*****702
88017*****305
88017*****602
AIRTEL (pre-1):
88016*****608
BANGLALINK (pre-3):
88019*****208
88019*****508
88019*****409
ROBI (pre-2):
88018*****201
88018*****203
TELETALK (pre-1):
88015*****409
এরকম একটি মেসেজ আসবে।